Site icon অবিশ্বাস

মাদারীপুরের রাজৈরে কালীমন্দিরে আগুন, বিএনপির নেতা আটক

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী বাজারের কালীমন্দিরে ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে কে বা কারা আগুন দিয়েছে। এত মন্দিরের চাল পুড়ে গেছে। মন্দির পরিচালনা কমিটি একে নাশকতা বলে অভিযোগ করেছে।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে মন্দিরে আগুন লাগে। লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মন্দিরের চালের বেশির ভাগ অংশ পুড়ে যায়। চালের একটি অংশ পড়ে মন্দিরের প্রতিমা ভেঙে যায়। মন্দিরের পাশ থেকে কিছু প্রচারপত্র উদ্ধার করে লোকজন। তাতে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং বিএনপির নেতাদের মুক্তির দাবি উল্লেখ ছিল। প্রচারপত্রে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক আবুল কালামের ছবি ছিল। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম ব্যানার্জি সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির জন্যই কালীমন্দিরে আগুন দেওয়া হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

প্রথম আলো

Exit mobile version