Site icon অবিশ্বাস

মাদারীপুরের রাজৈরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনুস ফকির (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ইউনুস সম্পর্কে শিশুটির চাচা (বাবার চাচাতো ভাই)।

 

এ ঘটনায় সোমবার (১ জুন) অভিযুক্তকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। বিকেলে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শওকত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মে রবিবার দুপুরে ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় ইউনুস। এদিকে, দীর্ঘক্ষণ ধরে খুঁজে না পেয়ে শিশুটির মা অভিযুক্ত ইউনুসের ঘরের সামনে গেলে হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। এ সময় চিৎকার করলে তাকে হুমকি দেয় অভিযুক্ত। স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন ইউনুস।

তাদের চোখ এড়িয়ে ১ জুন সোমবার দুপুরে শিশুটির মা বাবার বাড়ি যাওয়ার কথা বলে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে রাজৈর থানা পুলিশ ইউনুস ফকিরকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাজৈর থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

ওসি খন্দকার শওকত জাহান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ইউনুসকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে মাদারীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। মঙ্গলবার সকালে শিশুটির মেডিকেল চেকআপ করা হবে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version