Site icon অবিশ্বাস

মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জহিরুল আকন (২৪) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার বালিগ্রাম এলাকার ধূয়াসার গ্রামের নুরুল ইসলাম আকনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে কয়েক বছর যাবত স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল বখাটে জহিরুল। এমনকি কয়েক মাস আগে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তুলে নেওয়ার চেষ্টাও করেন। ওই বখাটেকে কয়েকবার সতর্ক করে দিলেও তা উপেক্ষা করে ওই বখাটে আবারও আজ সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তার গতিরোধ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে বখাটে জহিরুল ইসলামকে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী আমিনুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে জহিরুল আকনকে এক বছরের কারাদণ্ড দেন।

কালকিনি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত জহিরুল আকনকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version