Site icon অবিশ্বাস

মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতন: গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপের বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট ডিসি, এসপি ও ওসিকে রবিবারের (১৪ মার্চ) মধ্যে এ বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘটনাটি নজরে আনলে বৃহস্পতিবার (১১ মার্চ) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের এবিএম আব্দুল্লাহ আল মাহমিদ বাশার।

হাইকোর্ট তার আদেশে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেফতার ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারি আইনে মামলা হয়েছে কিনা- এসব বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতনের শিকার শিশুকে চিকিৎসা ও নিরাপত্তা দিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতেও বলা হয়েছে।

এর আগে, চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রকে বেত্রাঘাত করে শিক্ষক ইয়াহিয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version