Site icon অবিশ্বাস

মাধবপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ত্রাসের রাজত্ব মারপিট-লুটপাট, মেয়েরা অবরুদ্ধ, চাঁদা দাবি

জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম ও হাট বাজারে বিএনপি নামধারী সন্ত্রাসীদের তাণ্ডবে সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। মারপিট ও লুটপাট চলছে নির্বিচারে। হাট বাজারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোন কোন ক্ষেত্রে ভদ্র কায়দায় ধন্যাঢ্য ও ব্যবসায়ী সংখ্যালঘুদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে । নির্বাচনের দুদিন আগে থেকেই ঐ উপজেলার দাশপাড়া, জগদীশপুরসহ বিভিন্ন গ্রামে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন নেমে আসে। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরীহ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। একই উপজেলার বৈকুন্ঠপুর, জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানের সংখ্যালঘু চা শ্রমিকরা নির্যাতনের ভয়ে হাট-বাজার ছেড়ে দিয়েছে। বিবাহযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের অন্যত্র সরিয়ে নিচ্ছে। কয়েকটি গ্রামে স্থানীয়ভাবে প্রতিরোধ কমিটি গঠন করেও লাভ হচ্ছে না। থানা পুলিশের নীরব দর্শকের ভূমিকা থাকায় সন্ত্রাসীরা বীরদর্পে এসব সন্ত্রাসমূলক কাজ করে যাচ্ছে বলে জানা যায়। বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবপুর, জাতীয় সাংবাদিক সংস্থা মাধবপুর সহ কয়েকটি রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনিক জোরালো পদক্ষেপ কামনা করেছে।

ভোরের কাগজ, ২০ অক্টোবর ২০০১

Exit mobile version