Site icon অবিশ্বাস

মানিকগঞ্জের দৌলতপুরে শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুরে শিশু ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাধু জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের লতিফ শেখের ছেলে।

 

১৮ মার্চ  বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলার রায়ে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর রাতে আসামি শাহাদত হোসেন সাধু তার স্ত্রীর বোনের মেয়ে আখি আক্তারকে (১৪) ঢাকার সাভার মায়ের বাড়ি থেকে নানীর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে দৌলতপুরের শ্যামপুরে গ্রামে একটি পরিত্যক্ত ডিপ মেশিন ঘরে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরে মরদেহটি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। এই ঘটনায় পরের দিন শিশুর মা বাদী হয়ে সাধুকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। পরে পুলিশ সাধুকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই আবদুল হাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। চার্জশিট ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রক্ষের আইনজীবীরা।

আর টিভি অনলাইন

Exit mobile version