Site icon অবিশ্বাস

মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহত ব্যক্তির পোশাক ও শারীরিক অবস্থা এবং স্থানীয়দের দেওয়া তথ্য মতে তিনি এক মানসিক ভারসাম্যহীন ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা নিউজ

Exit mobile version