মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে আপা বলায় তপন চন্দ্র দাশ (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে।
৮ জুলাই বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার জায়গীর বাজারে এ ঘটনা ঘটে। লাঠিপেটা খাওয়া তপন চন্দ্র দাশ উপজেলার জয়মন্ডপ গ্রামের গুরুচন্দ্র দাশের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জায়গীর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি। এ সময় প্রিতম জুয়েলার্স খোলা থাকায় ওই দোকানে ঢুকে একাধিক ক্রেতা ও দোকান মালিক তপন চন্দ্র দাশকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও রুনা লায়লা জরিমানা করেন।
একপর্যায়ে তপনকে শাসানো হলে ইউএনওকে আপা বলে ক্ষমা চান তিনি। এতে ইউএনও ক্ষিপ্ত হন এবং তার সঙ্গে থাকা আনসার বাহিনীর এক সদস্য ওই ব্যবসায়ীকে লাঠিপেটা করেন।
ভুক্তভোগী তপন বলেন, কথা বলার সময় ইউএনওকে আমি আপা বলি। আপা বলার পর কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠি দিয়ে ৩টি আঘাত করে।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। দোকানে অনেক লোকের সমাগম থাকায় মালিকসহ ক্রেতাদের জরিমানা করে দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।