Site icon অবিশ্বাস

মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর জেলেপাড়ায় আতঙ্ক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক জেলেপাড়া কালীমন্দিরের চারটি প্রতিমা ভেঙে ̧উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সামান্য হাতাহাতির জের ধরে গত বুধবার রাতে এ ঘটনা ঘটার পর জেলেপাড়ায় আতঙ্ক বিরাজ করছে। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে ঘুড়ি উড়ানো নিয়ে জেলেপাড়ার পরিমলের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হকের ছেলে মিশনের ঝগড়া ও হাতাহাতি হয়। উভয় পক্ষের মুরব্বিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও মিশন কিছুক্ষণ পরেই পরিমলের ছোট ভাই রনজিতকে মারধর করে এবং রাত ৯টায় দল-বল নিয়ে পরিমলদের বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই রাতেই জেলেদের সর্বজনীন কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিশন, সবাধীন ও সুজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে জেলেপাড়ার মাতব্বর গণেশ রাজবংশী বৃহস্পতিবার হরিরামপুর থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর গত তিন দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জেলেরা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে। পুলিশের এই নীরবতার কারণে জেলেপাড়ায় আতঙ্ক বিরাজ করছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রসঙ্গে বলেন, জেলেদের আতঙ্কে থাকার কোনো কারণ নেই।

প্রথম আলো, ১৯ মে ২০০২

Exit mobile version