Site icon অবিশ্বাস

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’, ডিজিটাল নিরাপত্তা আইনে নারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুককে কটুক্তি করার দায়ে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মাহমুদা পলি আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৪ জুন  বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মাহমুদা পলি সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।

সাটুরিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পলিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদি অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা (পলি) আক্তার তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট করেন। তাছাড়া গত ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কেও একই ধরণে পোস্ট করেন। এতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

কালের কণ্ঠ

Exit mobile version