Site icon অবিশ্বাস

মামুনুল হককে ‘কটুক্তি’, যুবককে পরানো হলো জুতার মালা

উগ্রপন্থী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে কটুক্তির অভিযোগে এক যুবককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। 

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে রিয়াজুল বিশ্বাস ফেসবুকে মামুনুল হককে নিয়ে একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করেছে বলে অভিযোগ তোলা হয়। এ মন্তব্যের কারণে মামুনুল অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে রিয়াজুলকে লাঞ্ছিত করে এবং জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরিয়ে ময়েনদিয়া বাজারে একটি ঘরে আটকে রাখে। জুতার মালা পরিহিত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়।  খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে মারধরের শিকার যুবক রিয়াজুল বিশ্বাসের পিতা আব্দুল খালেক বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখপূর্বক আরো ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যুবকে লাঞ্ছিত করার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটককৃত পরমেশ্বরদী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার, হবিবর রহমানের ছেলে সজীব মিয়া ও নুরু শেখের ছেলে আজিজুল শেখকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

কালের কণ্ঠ

Exit mobile version