Site icon অবিশ্বাস

মুন্সীগঞ্জে কালি মন্দিরের মূর্তি ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া মহশ্মশান কালি মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে কালী মূর্তি ভেঙ্গে ফেলে এবং মহাদেব, শ্যামাকালি, মহাদেব সহচারী, নাগিনী, যুগিনীর মূতি ভাঙচুর করে।

মন্দিরটির সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ জানান, ১৬ অক্টোবর শনিবার ভোরে একজন পূজারী মন্দিরের বিদ্যুতের সুইচ অফ করতে এসে দেখে মহাশ্মশান কালি মন্দিরে দুর্বৃত্তরা মন্দিরের কালী মূর্তিটা ভেঙ্গে ফেলেছে এবং মহাদেব, শ্যামাকালি, মহাদেব সহচারী নাগিনী ও যুগিনীর মূতির কারো মাথা কারো হাত নেই। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয় ।

খবর পেয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সিরাজদিখান উপজেলা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম এবং থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ওই মন্দির পরিদর্শন করেন ।

কুমিল্লায় কোরআন শরিফ অবমাননার জেরে সিরাজদিখানে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। মন্দিরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,মন্দিরের টিনসেটের বেড়া কেটে চোর যেভাবে চুরি করে সেভাবে ভিতরে ঢুকে দুর্বৃত্তরা কয়েকটি মূর্তির হাত,পা ভেঙ্গেছে । আমরা তদন্ত শুরু করে দিয়েছি । মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জনকণ্ঠ

Exit mobile version