Site icon অবিশ্বাস

মেহেরপুরে ‘আল্লাহর দলের’ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ এক সক্রিয় সদস্যকে মেহেরপুরে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের র‌্যাব। সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে তারিক হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

তারিক ওই উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, তারিকের বিরুদ্ধে ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

সম্প্রতি তরিক বসন্তপুর এলাকায় অবস্থান করছে বলে র‌্যাবের কাছে খবর ছিল। এর ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তরিক আল্লাহর দলের মেহেরপুর সদর থানা নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তাকে চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version