Site icon অবিশ্বাস

মেহেরপুরে ধর্ষণের আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

মেহেরপুরের গাংনীতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক যুবক, যার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলা রয়েছে।

নিহতের নাম ইয়াকুব আলী কাজল (২৮)। তিনি গাংনীর গাড়াডোব গ্রামের গাছলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে।

কাজলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পাশাপাশি এক গৃহবধূর উপর এডিস নিক্ষেপের মামলা রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম।

তিনি  বলেন, শনিবার ভোররাতে কাজলের গ্রাম গাঁড়াডোবে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু ঘটে। এসময় একজন এসআইসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা সাজেদুল বলেন, “কাজলকে সাথে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

“পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় কাজলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিডি নিউজ

Exit mobile version