Site icon অবিশ্বাস

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ‘সন্ত্রাসীর’ লাশ উদ্ধার

মেহেরপুরে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় ৪ অক্টোবর শুক্রবার ভোর রাতে সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

 

নিহত ইসমাইল হোসেন বাক্কা (৩২) চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে। তাকে সন্ত্রাসী দাবি করছে পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্বাস আলীর ভাষ্য, শুক্রবার ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে তাদের একটি দল সেখানে অভিযানে যায়। পরে দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইউএনবি

Exit mobile version