Site icon অবিশ্বাস

মোরেলগঞ্জে তিন দিনে দশ বাড়িতে ডাকাতি ॥ শালীনতাহানির অভিযোগ

জেলার মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে অব্যাহত ডাকাতি এবং মহিলাদের ওপর নির্যাতন ও শালীনতাহানির ঘটনায় গোটা জনপদে নেমে এসেছে চরম আতঙ্ক। ডাকাতের ভয়ে সূর্যডোবার আগেই অনেক বাড়ির গৃহবধূ এবং যুবতী কন্যাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হচ্ছে। এ অবস্থা চলছে প্রতিটি অবস্থাপন্ন পরিবারের ক্ষেত্রে। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছে যে থানা পুলিশ ডাকাতি মামলাকে চুরি মামলা বলে থানায় রুজু করেছে। অধিকন্তু ডাকাতদের হুমকিতে অনেকেই থানায় মামলা করতে সাহস পায় না। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, গত ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১০টি বাড়ি ও দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় মারপিটসহ মহিলাদের শালীনতাহানি এবং নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। গত ১১ জানুয়ারি রাতে মোরেলগঞ্জের হরিণঘাটা গ্রামের নিতাই বৈরাগীর দোকান ও বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। ডাকাতরা গৃহকর্তা নিতাই বৈরাগীর স্ত্রীকে মারপিটসহ তার শালীনতাহানি করে।

সংবাদ, ৭ ফেব্রুয়ারি ২০০২

Exit mobile version