বাগেরহাটের মোরেলগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় ৪ জাপা কর্মী আহত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে নির্বাচনী প্রচারণার সময় মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কামলা বাজারে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা দুটি মোবাইল সেট, দুটি প্রচার মাইক নিয়ে যায় এবং তিন হাজার পোষ্টার খালে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী সোমনাথ দে।
মোরেলগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের হামলাঃ ৪ জাপা কর্মী আহত
