Site icon অবিশ্বাস

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছেন।  ১৭ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

 

 

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই তারেক জাহান বলেন, নিহত সন্ত্রাসীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন সূত্রে তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, গত ৩০ জুন মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডিবি পরিচয়ে ছিনতাইয়ে জড়িত চক্রের হোতা হিসেবে জহিরের নাম জানায়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত জহিরকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বছিলা এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

এ সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।

একুশে টিভি

Exit mobile version