Site icon অবিশ্বাস

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে আবারও এক কিশোরীকে (১৭) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতালে এখন চিকিৎসাধীন।৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বলা হচ্ছে।

ওই কিশোরীর মা ধর্ষণের অভিযোগ এনে কমলগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ আসামি সালামকে গ্রেপ্তার দেখিয়ে ৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

মামলার বাদী বলেন, গত শুক্রবার তার ছোট মেয়ে ও বড় ছেলেকে বাড়িতে রেখে তিনি বড় মেয়ের বাড়িতে যান। শনিবার ভোর তাঁর ছোট মেয়ে টয়লেটে যাওয়ার জন্য বাড়ির বাইরে গেলে সালাম জোর করে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। সকালে তিনি বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে ওই বাড়ির দরজা ভেঙে তাঁর মেয়েকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় উদ্ধার করেন। তখন ওই ঘরে থাকা সালাম মিয়া পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সালামকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রথম আলো

Exit mobile version