Site icon অবিশ্বাস

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করা হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় আদমপুর ইউনিয়নের আধকানী উপজেলা বাজারে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় আধকানী উপজেলা বাজারের হারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান (১৮) ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম (২০)।

ধর্ষণচেষ্টার পরে ঘটনাটি সালিসের নামে ধামাচাপার চেষ্টা হলে কিশোরীটি আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের সদস্যরা জানান।

এ ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশ রূপান্তর

Exit mobile version