Site icon অবিশ্বাস

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আটক দুলাভাই

কুলাউড়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলভাইয়ের বিরুদ্ধে। ৭ মার্চ শনিবার রাতে জেলার কমলগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ৮ মার্চ রোববার ভোরে অভিযুক্ত দুলাভাইকে হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

 

অভিযুক্ত ব্যক্তির নাম সুমন মিয়া (২৯)। সে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মো. গনি শাহের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের বরাতে তিনি জানান, অভিযুক্ত সুমন স্ত্রী সন্তানসহ দু’দিন আগে হাজীপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে শ্যালিকাকে বেড়ানোর কথা বলে সে পাশ্ববর্তী কমলগঞ্জ উপজেলায় নিয়ে যায়। সেখানে রাতে শ্যালিকাকে কয়েক দফায় ধর্ষণ করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে রোববার ভোরে কমলগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়াকে হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সুমন মিয়াকে আসামি করে ধর্ষণের মামলা করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী।

সমকাল

Exit mobile version