Site icon অবিশ্বাস

মৌলভীবাজারের গ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা সংখ্যালঘু শিক্ষকের ধান কেটে নিয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীরা চাঁদা দাবী করে না পেয়ে একজন সংখ্যালঘু শিক্ষকের জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ নবেম্বর সকাল ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পালগাঁও (পাল জোয়ান) গ্রামের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ গ্রামের প্রভাবশালী মছকন মিয়ার নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে শিক্ষক হরিপদ দেবনাথের জমির পাকা নাবিসাইল ধান কেটে নিয়ে যায়।’’ স্কুল শিক্ষক অভিযোগ করেন, প্রভাবশালী মছকন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। স্কুল শিক্ষক চাঁদা দিতে ব্যর্থ হলে তার জমির পাকা ধান কেটে নেওয়া হয়। স্কুল শিক্ষক হরিপদ দেবনাথ এ ব্যাপারে মৌলভীবাজার প্রথম শ্রেনীর আদালতে একটি মামলা দায়ের করেছেন।

দৈনিক খবর, ৩ ডিসেম্বর ২০০১

Exit mobile version