Site icon অবিশ্বাস

মৌলভীবাজারে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, ডিজিটাল আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল আইনে মামলা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া থানায় এ মামলা দায়ের (মামলা নং- ১৬; ১৩ সেপ্টেম্বর ২০) করা হয়।

শরীফপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা রেনু মিয়ার ছেলে আতিক মিয়া বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত হাফিজুর রহমান ফয়েজসহ অজ্ঞাত ৫/৭ জনকে মামলায় আসামি করেন। মামলার চার দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত হাফিজুর।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের পিতা হাজী রমজান আলীর ছেলে হাফিজুর রহমান ফয়েজ তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়।

অভিযুক্ত হাফিজুরের মুঠোফোনে (শেষ নাম্বার ৯৪২) যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ফেসবুকের পোস্টের বিষয়ে তদন্ত করছি।

পূর্ব পশ্চিম

Exit mobile version