Site icon অবিশ্বাস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টের ধাওয়া খেয়ে বিলে ডুবে জুয়াড়ির মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী বিলের পানিতে তল্লাশি চালিয়ে দু’দিন পর ২৮ মে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে।

 

২৬ মে মঙ্গলবার জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে নিয়ে নিখোঁজ হন ওই ব্যক্তি।

উপজেলার মাইজবাগ ইউনিয়নে বড়জোড়া ও বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের বিল সংলগ্ন উঁচু জায়গায় সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার ও পৌর এলাকার ফজলুর রহমানের নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর জন্য বিলের পানিতে ঝাঁপ দেন বাবুল মিয়া বকুল। কিন্তু তিনি সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা বিলের পানিতে তল্লাশি চালালেও তার সন্ধান পায়নি। পরে নিহতের স্বজন ও গ্রামবাসী বিলের পানিতে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে বকুলের লাশ উদ্ধার করে।

সমকাল

Exit mobile version