Site icon অবিশ্বাস

ময়মনসিংহের গৌরীপু্রে তাবলিগ জামাতে গিয়ে ধর্ষণের শিকার ৪ এসএসসির ফল প্রত্যাশী ছাত্র

ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে ৪জন পরীক্ষার্থী কথিত আমীরের ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে  ২ জন টেকনাফের হ্নীলা জাদিমোরা এবং ২ জন চকরিয়ার বলে জানা গেছে।

 

শুক্রবার দিবাগত রাতে (২১ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তাবলিগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় আমীর ফিরোজ ধর্ষণ করার সময় ধর্ষণের শিকার অন্য কিশোররাসহ পাশে ঘুমন্ত অন্যরা ধরে ফেলে।

তখন আমীর সবার হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করলে মসজিদের ভেতরে হৈ-চৈ সৃষ্টি হয়। তখন মসজিদের পাশের বাসিন্দারা এগিয়ে এসে এই বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে উঠে উক্ত আমীরকে গণধোলাই দেন এবং পুলিশে দেওয়ার নামে নিয়ে যান। গৌরীপুর থানার ওসি বলেন, সকাল পর্যন্ত এই ধরনের কোন ব্যক্তিকে থানায় সোর্পদ করা হয়নি।

গত ৬ মার্চ ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে টেকনাফ হতে এক চিল্লায় যাওয়া জাদিমোরা এলাকার তাবলিগ জামাতের কথিত আমীর ফিরোজের নেতৃত্বে ১৫জন এসএসসির ফল প্রত্যাশীসহ ১৯জনের একটি দল অবস্থান করেন। বিগত ১৪দিনে ৪জন এসএসসি ফল প্রার্থীকে আমীর ধর্ষণ করে।

ইত্তেফাক

Exit mobile version