Site icon অবিশ্বাস

ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

ময়মনসিংহের তারাকান্দায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ৯ নভেম্বর সোমবার রাতে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করতে পারেনি।

 

পুলিশ জানায়, উপজেলার তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের ওই ব্যক্তি কয়েক বছর আগে নিজের বাকপ্রতিবন্ধী ছেলেকে বিয়ে করান। একই গ্রামের এক তরুণীর (২০) সঙ্গে বাকপ্রতিবন্ধী ছেলেটির বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। কিন্তু গত ৫ নভেম্বর ওই ব্যক্তি নিজের পুত্রবধূকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে যায় স্থানীয়রা। পরে গতকাল সোমবার সন্ধ্যায় তারাকান্দা থানায় গিয়ে নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। পুলিশ রাতেই গৃহবধূর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এতে তার শ্বশুরকে আসামি করা হয়েছে।

তারাকান্দা থানা ওসি মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার নারীর স্বাস্থ্য পরীক্ষার্থী জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ।

সমকাল

Exit mobile version