Site icon অবিশ্বাস

ময়মনসিংহে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ময়মনসিংহে  কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জেলার ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে তারা গ্রেপ্তার করেন।

আটক আশিক মাহমুদ পুষ্প (২২) উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গত ১৫ ডিসেম্বর তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন মধুপুর এলাকার বিএ (সম্মান) শ্রেণির এক ছাত্রী।

ওসি রহমান বলেন, মামলার পর থেকে পুষ্প পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডি নিউজ

Exit mobile version