Site icon অবিশ্বাস

ময়মনসিংহে ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া বাজার কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং জাহিদ মোস্তফা (২০)। মিলন মুক্তাগাছার বকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও জাহিদ একই থানার চন্ডিমণ্ড গ্রামের মোস্তফা মোফাজ্জলের ছেলে। এরা চেচুয়া বাজারে একটি বইয়ের দোকান পরিচালনার আড়ালে উগ্র মতাদর্শের বই ছড়িয়ে দিতো।

এদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বইয়ের হার্ড ও সফ্টকপি, ২টি স্মার্টফোন, ৪টি সিম জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম ও বই ছড়িয়ে দেয়ার জন্য যেসকল মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতো তারা, তা জব্দ করে এটিইউ।

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া এন্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আল- রিহাব পাবলিকেশন ও অনলাইনে আশ শাবাব প্রকাশনী হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর প্রধান মুফতী জসীমুদ্দিন রাহমানি সহ অন্যান্য উগ্রবাদী লেখকের উগ্রপন্থী বই অনলাইনে বিক্রি করছিল গ্রেফতারকৃতরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়ার পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার আসলাম খান আরও জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার নং ০৬।

ইত্তেফাক

Exit mobile version