Site icon অবিশ্বাস

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) এক  শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম আমিনুল ইসলাম। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ শহরে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আমিনুলকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আমিনুলের বাবা নুরুল আমিন জানান, ঢাকায় সেনাবাহিনী জুনিয়র কমিশন্ড অফিসারের চাকরির পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল আমিনুল। পথে এই ঘটনার শিকার হয় সে।

এদিকে ওই অটোরিকশা চালককে আটক করে নিয়ে আসে স্থানীয়রা। তাকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আমিনুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাংলা নিউজ

 

Exit mobile version