Site icon অবিশ্বাস

যশোরে বাসচাপায় আ.লীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজারে বাসচাপায় মনোরঞ্জন সাহা নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন সাহা কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। পুলিশ বাসটি আটক করেছে। কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি রূপদিয়া বাজারের রাস্তা পার হওয়ার সময় আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন সাহাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা এর প্রতিবাদে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে বাসটিকে আটক করে। এ কারণে যশোর-খুলনা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ঘণ্টাখানেক পর খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

যুগান্তর

Exit mobile version