Site icon অবিশ্বাস

যশোরে শতবর্ষী এক নারীকে ধর্ষণের অভিযোগ

যশোরে শতবর্ষী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রুবায়েত (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে এসময় মারধোরও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে আহত বৃদ্ধার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।

 

১৪ এপ্রি বুধবার দুপুরে যশোর শহরতলীর সাড়াপোল কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধার পুত্রবধূ বলেন, দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমার ভাসুরের ছেলে ঘরে ঢুকে রুবায়েতকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় শাশুড়ির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রুবায়েতকে আটক করি। শাশুড়িকে ভর্তি করি হাসপাতালে। পরে স্থানীয় মেম্বর ও রুবায়েতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, বুধবার বিকেলে ফিজিক্যাল এ্যসাল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। তাকে প্রথমে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে তাকে আজ বৃহস্পতিবার তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। দুপুরে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আহমেদ সাংবাদিকদের জানান, ওই নারী শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে আজ দুপুরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরপর পুলিশ রুবায়েতকে আটক করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালের কণ্ঠ

Exit mobile version