Site icon অবিশ্বাস

যশোরে সংখ্যালঘুদের ওপর হামলা ॥ ৮ জন আহত

যশোর সদর থানার বিজয়নগর গ্রামে নির্বাচন-উত্তর সহিংস ঘটনায় গতকাল সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে সুভাষ ঘোষ, বিমল ঘোষ, উত্তম ঘোষ, আবির, অরুন, টুটুল ও সুব্রত। কলেজে আসার পথে আবিরকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। এছাড়া বিজয়নগর গ্রামে হামলা চালিয়ে সুভাষ ঘোষ, বিমল ঘোষ, উত্তম ঘোষ ও চিত্ত ঘোষসহ কয়েকজনকে আহত করা হয়। চূড়ামনকাঠির চিহ্নিত সন্ত্রাসী তোতা, নাটা, বদর সিদ্দিক ও সলেমান এ হামলা চালায় বলে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপির লোকজন আশুতোষ ও শিবপদ কুণ্ডুর দোকান জ্বালিয়ে দিয়েছে।

এ ছাড়া পাঁজিয়া বাজার-এ ভোগতি গ্রামের চিত্ত সাহার বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট জ্বালিয়ে দেয়া হচ্ছে। তাদের ওপর অত্যাচার শুরু হয়েছে। শার্শার নিজামপুরে এক সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দুদের বাজারে আসতে নিষেধ করেছেন।

আজকের কাগজ, ৪ অক্টোবর ২০০১

Exit mobile version