রংপুরের পীরগাছায় মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে বাড়িতে ডেকে ছয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তুষার ইমরান নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর র্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
সেখানে বলা হয়, গত ২৮ জুলাই পীরগাছায় ছয় বছরের এক শিশুকে মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে তুষার তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হলে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
র্যাব জানায়, পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় আসামি তুষার ও তার স্বজনরা। কিন্তু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থার অবনতি হলে তার বাবা গত ৮ আগস্ট পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলা রেকর্ড হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলার সদর থানার পূর্বপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে ধর্ষক ইমরানকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, আসামিকে পীরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।