রংপুর বদরগঞ্জ পৌর এলাকার সাহাপুরে গত মঙ্গলবার গভীর রাতে একদল সন্ত্রাসী বারোয়ারী কালী মন্দিরে ঢুকে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর ও মন্দিরে ক্ষতি সাধন করে। সকালে এ খবর জানজানি হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে বদরগঞ্জ থানায় এজাহার করা হয়। গতকাল বুধবার রংপুরের ডিসি ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন্ এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতকারী বদরগঞ্জ পৌর এলাকার সাহাপুরে বারোয়ারী কালী মন্দিরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখানে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কালী, শীতলা দেবীসহ ৪টি প্রতিমা ভাঙচুর করে। এরপর তারা নির্বিঘ্নে সরে পড়ে। এ ঘটনা পরদিন অর্থাৎ গতকাল সকালে এলাকায় জানাজানি হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে স্থানীয় সচেতন মহল একটি প্রতিবাদ মিছিল বের করার উদ্যেগ নিলে বিএনপি নেতৃত্ববৃন্দ তাদের বিনৃত্ত করে। বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গতকাল সন্ধ্যার মধ্যে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়ায় তারা আর মিছিল করেনি। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বারোয়ারী কালী মন্দিরের সভাপতি নীলকান্ত পাইকর বদরগঞ্জ থানায় এজাহার করে। রংপুরের জেলা প্রশাসক মনিরুল ইসলাম ও পুলিশ সুপার আকবর আলী গতকাল এলাকা পরিদর্শন করেছেন। অন্যদিকে মন্দিরে হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহলের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আনিছুল হক চৌধুরী। তিনি বিবৃতিতে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ভোরের কাগজ, ১৩ ডিসেম্বর ২০০১