রংপুরের কাউনিয়ায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্তের চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্বজনদের অভিযোগ থেকে জানা গেছে, ১৯ এপ্রিল শুক্রবার রাতে বাড়ির পাশের মাছ চাষ করা পুকুরে জাল ফেলার শব্দ শুনতে পেয়ে ছুটে যান নির্যাতিতা নারী। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী হালিম। ধস্তাধস্তির একপর্যায়ে নির্যাতিতাকে গলা টিপে হত্যার চেষ্টা করলে তার চিৎকারের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে।
নির্যাতিতা নারী সাংবাদিকদের কাছেও ঘটনার বর্ণনা দেন। নির্যাতিতার স্বামী জানান, তিনি বাড়িতে ছিলেন না। ফিরে এসে স্ত্রীর অবস্থা দেখে মেডিকেলে নিয়ে যান।
নির্যাতিতার শারীরিক ক্ষত সারলেও মানসিকভাবে সুস্থ্ হতে সময় লাগবে বলে জানালেন চিকিৎসক ডা. জয়নাল আবেদীন। তিনি বলেন, শারীরিক আঘাতের কিছু চিহ্ন রয়েছে, সেসবের চিকিৎসা চলছে।
অভিযুক্ত নিপীড়ক হালিমকে এখনো গ্রেফতার করতে পারে নি পুলিশ।