Site icon অবিশ্বাস

রংপুরে নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের শীর্ষ জঙ্গি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের রংপুর জেলার শীর্ষ নেতা মো. আজমত আনছারীকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩। গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে ২০ ডিসেম্বর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

২০ ডিসেম্বর শুক্রবার সকালে র‌্যাব-১৩ এর জনসংযোগ কর্মকর্তা মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ২০০১ সাল থেকে গাইবান্ধা এলাকায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার চালিয়ে আসছিলেন।

২০০৬ সালে তিনি জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের কাছে আটক হন ও সাজা ভোগ করেন। বর্তমানে তার ইলেকট্রিক পার্টসের দোকানে পুনরায় সংগঠনের অন্য সদস্যদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক, এলাকায় কর্মী ও চাঁদা সংগ্রহ করতেন।

ইত্তেফাক

Exit mobile version