Site icon অবিশ্বাস

রংপুরে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

যৌন নিপীড়ন টাইমলাইন | অবিশ্বাস

রংপুরের পীরগঞ্জে আদিবাসী পল্লীতে ৬ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৩ সন্তানের জনক ওই ধর্ষককে আটকপূর্বক উত্তম-মধ্যম দিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ শেষে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খালিশা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের জলিউস তির্কীর পুত্র ৩ সন্তানের জনক রুবেল তির্কী ৩/৪ দিন পূর্বে তার শ্বশুরবাড়ী পীরগঞ্জের চৈত্রকোল গ্রামে বেড়াতে আসে। বুধবার সন্ধ্যায় রুবেল তির্কী পাশ্ববর্তী খালিশা গ্রামে বেড়াতে এসে মিশন আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রীকে আখ ভেঙ্গে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদটি গ্রামসহ আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত গ্রামবাসী বৃহস্পতিবার দুপুরে রুবেল তির্কীকে তার শ্বশুরবাড়ি চৈত্রকোল গ্রাম থেকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ শেষে পুলিশে দিয়েছে।

সূত্র: ইত্তেফাক

Exit mobile version