Site icon অবিশ্বাস

রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক আটক

রাঙামাটির কাউখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভুট্টু মিয়া (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ভুট্টু মিয়া (৩৮) কমলপতি ইউনিয়নের পোয়াপাড়া আদর্শগ্রাম এলাকার বাসিন্দা। সে পেশায় দিনমজুর।

কলমপতি ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‌‘১৫ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। তাকে একা পেয়ে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ভুট্টু মিয়া। ঘটনাটি একব্যক্তি দেখে আমার ছেলেকে ফোন করলে সে বিষয়টি আমাকে জানায়। পরে আমি তাৎক্ষণিক অভিযুক্তকে কিছু বুঝতে না দিয়ে থানায় নিয়ে আসি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফি উল্লাহ বলেন, ‘ইউপি সদস্যের সহযোগীতায় মৌখিক অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে আটক করেছি। মেয়েটি ঘটনা সম্পর্কে আমাকে বলেছে। মামলার প্রক্রিয়া চলছে। আগামীকাল (শনিবার) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।’

সূত্র

Exit mobile version