রাঙ্গামাটি শহরের শেষপ্রান্তে অবিরত আসাম বিস্ত্র এলাকার সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। ক্ষমতাসীনদলের পরিচয় দিয়া এলাকার টাউট শ্রেণীর কিছু লোক মামলা-মোকদ্দমার ভীতি দেখাইয়া সংখ্যালঘুদের হয়রানি করিতেছে বলিয়া অভিযোগ উঠিয়াছে। ইহা ছাড়াও পাহাড়ী ছাত্র-পরিষদের (পিসিপি) নাম ভাঙ্গাইয়া নানা রকম হুমকি দিয়া রাতের ঘুম হারাম করিয়াছে এলাকার দুষ্ট চক্র স্থানীয় সংখ্যালঘুরা মনে করিতেছে এই অশুভ চক্রটির তৎপরতা বন্ধ করা না গেলে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হইবে। সংখ্যালঘু অধ্যুষিত আসাম বিস্তর এলাকার ভুক্তভোগীরা জানাইয়াছে, এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া সত্বেও কিছু দুষ্ট প্রকৃতির লোক নানা ফন্দি-ফিকির করিয়া সংখ্যালঘুপরিবার গুলিকে ভয়ভীতি দেখাইয়া অর্থ উপার্জন করিতেছে। পাশাপাশি পিসিপির নাম ভাঙ্গাইয়া চাঁদাবাজী চালাইতেছে। ইহাদের ভয়ে সংখ্যালঘুরা মুখ খোলার সাহস পাইতেছে না। এমনকি প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিকট অভিযোগ করারও সাহস পাইতেছে না।
দৈনিক ইত্তেফাক ১৭ অক্টোবর ২০০১