Site icon অবিশ্বাস

রাঙ্গামাটির লংগদুতে পরিত্যক্ত কুয়ায় মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

রাঙ্গামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ দারুস সুন্নাহ সালেহিয়া মাদ্রাসার এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৮ এপ্রিল রোববার সন্ধ্যায় মাদ্রাসা এলাকার একটি পরিত্যক্ত কূয়া থেকে মো. সাজ্জাদ (৮) নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মো. সাজ্জাদ ইসলামাবাদ গ্রামের নাজিমটিলা এলাকার ফারুক হোসেনের ছেলে। সাজ্জাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা জানায়, শিশু শিক্ষার্থী সাজ্জাদ মাদ্রাসার অনাবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতো। রোববার বিকেলে আসরের নামাজের পর সবাই খেলাধুলা করতে মাঠে আসলে সাজ্জাদকে দেখা যায়নি। এরপর মাগরিবের সময় হলেও তাকে না দেখে তার বাড়িতে খোঁজ নেয় শিক্ষকরা। সেখানে না পেয়ে মাদ্রাসার আশেপাশে খুঁজতে থাকলে একটি পরিত্যক্ত কুয়ায় তার দেহ দেখতে পায় ছাত্ররা। পরে হুজুরদের জানালে কূয়া থেকে তাকে উদ্ধার করে রাবেতা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ‘আমরা শুনেছি ইসলামাবাদ মাদ্রাসার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ হতে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

পরিবর্তন

Exit mobile version