Site icon অবিশ্বাস

রাঙ্গুনিয়ায় মহাম্মদকে নিয়ে কটূক্তির গুজব রটিয়ে বৌদ্ধ ভিক্ষুকে হয়রানি, ডিজিটাল আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক মহাম্মদকে নিয়ে কটুক্তির গুজব রটিয়ে রাঙ্গুনিয়ায় শরণংকর থের ধুতাঙ্গ ভান্তে নামের এক বৌদ্ধ ভিক্ষুকে  হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। রাঙ্গুনিয়া থানায় তাঁর বিরুদ্ধে নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে

 

 

ছাত্রলীগ নেতা রাসেল রাসু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।

 রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর ভাইয়ের মদদে সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে বৌদ্ধ বিহারের জমি দখল চেষ্টায় বাঁধা কারণে তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে জানা গেছে। 

“Ruman Himu” নামক যে ফেইক আইডি দিয়ে কথিত কটূক্তির পোস্টটি দেয়া হয়েছে সে আইডির সাথে বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তের সম্পৃক্ততার কোন প্রমাণ মেলে নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র । দৈনিক সাঙ্গু

 

Exit mobile version