Site icon অবিশ্বাস

রাজধানীতে দুই মাদ্রাসায় অভিযান, ছয় শতাধিক চাকু-চাপাতি উদ্ধার

রাজধানীর চকবাজারে দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাকু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইসলামবাগের লালবাগ শাহী মসজিদ ও পোস্তা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে ছয় শতাধিক চাকু-চাপাতি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা।

তিনি বলেন, বর্তমানে ধর্মীয় সংগঠনগুলোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। যার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মাদ্রাসাগুলোতে বিপুল পরিমাণ চাকু-ছোড়া মজুত রয়েছে। অভিযান চালিয়ে পোস্তার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে ১৭৩টি ও লালবাগ শাহী মসজিদ থেকে ৪২৭টি ছোট বড় চাকু ছোড়া।

তিনি আরও বলেন, শুক্রবার তাদের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদ্রাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। উদ্ধার করা চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেওয়া হবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, চাকুগুলো কোরবানির ঈদে ব্যবহৃত হয়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version