Site icon অবিশ্বাস

রাজবাড়ীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিওধারণের মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ মার্চ রবিবার রাজবাড়ী সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত শেখ, আব্বাস শেখ, সোহাগ শেখ ও আসাদ শেখ।

মামলার নথি থেকে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় কিশোরী। একটি বাড়িতে নিয়ে অভিযুক্তরা কিশোরীকে ধর্ষণ ও ভিডিওধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরে আবারও ধর্ষণ করা হয়।

রাজাবড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

দ্য ডেইলি স্টার

Exit mobile version