Site icon অবিশ্বাস

রাজবাড়ীতে নিহত এক নারী

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ডে বাস থেকে নামতে গিয়ে নাছিমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

নাছিমা বেগম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাটশিয়া এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

রাজবাড়ী থানার এসআই নাজমুল হাসান জানান, সকালে শ্বশুরবাড়ি থেকে সদর উপজেলার চন্দনী এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন নাছিমা বেগম। এ সময় চন্দনী বাসস্ট্যান্ডে চলন্ত বাস থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

বণিক বার্তা 

Exit mobile version