Site icon অবিশ্বাস

রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধ’র সময় নদীতে ডুবে মারা গেলো মাদক ব্যবসায়ী

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধ’ চলাকালে পালাতে গিয়ে পদ্মায় ডুবে মারা গেছে এক যুবক। তার নাম আল আমিন (৩৫)। মঙ্গলবার ভোররাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পদ্মার পাঁচ নম্বর টি-গ্রোয়েন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত আল আমিন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সকালে সাংবাদিকদের জানান, গত রাত সাড়ে ৩টার দিকে পদ্মা নদীর পাঁচ নম্বর গ্রোয়েন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে একদল মাদক ব্যবসায়ী গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও পদ্মায় ঝাঁপ দেয় এক মাদক ব্যবসায়ী। পরে নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন নগরীর হাড়ুপুর এলাকার মোহন লালের পুত্র।

মানব জমিন

Exit mobile version