Site icon অবিশ্বাস

রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সক্রিয় সদস্য আটক

রাজশাহীতে তরিকুল ইসলাম (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

তরিকুল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে।
র‌্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলাও করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version