Site icon অবিশ্বাস

রাজশাহী: গোদাগাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো ৮ বছরের শিশু

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া আক্তার নামে আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার লস্করহাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া আক্তার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের লস্করহাটি গ্রামের সুমন আলীর মেয়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া জয় এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। বিকেলে লস্করহাটি মোড়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসটি শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version