Site icon অবিশ্বাস

রাবি হিন্দু শিক্ষককে হুমকি, এমপি শিমুলের বিরুদ্ধে জিডি

‘হুমকি দেওয়ায়’ জাতীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে থানায় জিডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরকার সুজিত কুমার।

শফিকুল ইসলাম শিমুল নাটোরের সদর আসনের সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুজিত তার এক গ্রন্থে আওয়ামী লীগের এ নেতার বাবাকে রাজাকার উল্লেখ করায় এ হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ জিডির তদন্ত কর্মকর্তা এসআই নাদিম উদ্দিন বলেন, গত ২৯ জুলাই জিডিটি দায়ের করা হয়েছে। বাদী এবং বিবাদীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। হুমকির সত্যতা যাচাই করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ জুলাই জিডির করা হলেও তা রোববার বিকেলে গণমাধ্যম কর্মীরা জানতে পারেন।

জিডিতে অধ্যাপক ড. সুজিত অভিযোগ করেন, ২০০৯ সালে তিনি ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামে একটি বই লেখেন। এতে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে রাজাকারের তালিকাও ছাপেন।

এ তালিকায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী রাজাকার ছিলেন বলে উল্লেখ করেছেন তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ড. সুজিত কুমারকে হুমকি দিচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. সুজিত বলেন, “এ বইতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে রাজাকার বলায় তার সন্ত্রাসী বাহিনী এবং কিছু অপরিচিত ব্যক্তি বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে।

“এতে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version