Site icon অবিশ্বাস

রিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

রাজধানীর মুগদা এলাকায় একটি রিকশার ধাক্কায় শিমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষূ অবস্থায় শিমনকে তার মা কলি ও বড় ভাই ইমন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
 
মৃত শিমন ফরিদপুর বোয়ালমারী উপজেলা বাদিতীর গ্রামের গাড়িচালক লিটন মিয়ার ছেলে এবং চার সন্তানের মধ্যে সে তৃতীয়। বর্তমানে মুগদা মান্ডা শাহা-আলমের গলিতে একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
 
নিহত শিশুটির মা কলি জানান, দুপুরে শিমন বাসা থেকে কিছু দূরে মেইন রাস্তায় গেলে একটি রিকশা তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তিনিসহ তার বড়ছেলে দ্রুত শিমনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনিত হলে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যুগান্তর
Exit mobile version