Site icon অবিশ্বাস

রোহিঙ্গা শরণার্থী শিবিরে কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর্মড পুলিশের ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, রোববার রাত ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শিবিরের সি-ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ওই ব্লকের জাফর আহাম্মদের ছেলে উমর ফারুক (২১) ও মোহাম্মদ কাশেমের সিরাজুল ইসলাম (২২)।

অধিনায়ক বলেন, আনুমানিক ১৬ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী একই ব্লকের বাসিন্দা। গত ৬ অগাস্ট রাতে একই ব্লকে তাকে ধর্ষণ করা হয় বলে কিশোরী অভিযোগ করে রোববার। তার পরিবারের সদস্যদের আইনের আশ্রয় না নিতে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক মো. তারিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version